Pages

Loading...

Monday, May 1, 2017

Share Issue



হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
৪র্থ অধ্যায়: শেয়ার ইস্যু
গুরুত্বপূর্ণ অংক:
১.    মেঘনা লি. এর অনুমোদিত মূলধন ৫০,০০,০০০ টাকা যা ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ অগ্রাধিকার শেয়ারে বিভক্ত বিভিন্ন তারিখে কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত বিবরণসমূহ নিম্নরূপ:
২০১৭
মার্চ-০১  যমুনা কোম্পানির নিকট ২ টাকা অধিহারে ১,০০,০০০ সাধারণ শেয়ার বিক্রয়।
মার্চ-১০  পদ্মা  কোম্পানির নিকট সমহারে ৫০,০০০ অগ্রাধিকার শেয়ার বিক্রয়।
মার্চ-৩০  তিস্তা বিল্ডার্সের নিকট থেকে অফিস ভবন ক্রয়ের জন্য ৫০,০০০ সাধারণ শেয়ার ২ টাকা অধিহারে বিলি করা হলো।
করণীয়: ক. মার্চ ৩০ তারিখের লেনদেনের জন্য জাবেদা দাখিলা দাও। ২
খ. মার্চ-০১ ও মার্চ-১০ তারিখের লেনদেনের জন্য জাবেদা দাখিলা দাও। ৪
গ. ৩১ মার্চ তারিখে মেঘনা লি. এর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
নাগ-৪৮৫ পৃষ্টা

২.   নবারুন লি. প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি ৭৫,০০০ শেয়ার জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। সকল শেয়ার আবদেনপত্রে পাওয়া যায় এবং শেয়ারগুলো যথারীতি বিলি করা হয়। শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণের জন্য এস সি এল কো্ম্পানিকে ইস্যুকৃত শেয়ার মূল্যের ৫% শেয়ার দায় গ্রাহকের দস্তুরি বাবদ পরিশোধ করা হয়। দস্তুরির টাকা শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হয়।
ক. শেয়ার দায় গ্রাহকের দস্তুরির পরিমাণ নির্ণয় কর।                                                                                                           
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।                                                                                                                              
গ. উপর্যুক্ত তথ্যগুলোকে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন দেখাও।                                                                           
নাগ-৪৮৬ পৃষ্টা
৩.   ফাহিম লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ২০,০০,০০০ শেয়ারে বিভক্ত ২,০০,০০,০০০ অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি শান্ত রিয়েল এস্টেট লি. এর নিকট হতে ৫০,০০,০০০ টাকা মূল্যে একটি জমি ক্রয় করে এবং বিনিময়ে শান্ত রিয়েল এস্টেটক প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ পূর্ণ পরিশোধিত সাধারণ শেয়ার ইস্যু করে। এছাড়া কোম্পানি আরও ১০,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের জন্য জনগণের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। ১৫,০০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল এবং ১০,০০,০০০ শেয়ার লটারির মাধ্যমে যথারীতি আবণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবদেনকারীকে ফেরত প্রদান করা হলো।
ক. কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ এবং মোট অধিহারের পরিমাণ নির্ণয় কর।                                                                          
খ. সংশ্লিষ্ট লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।                                                                                                                 
গ. কোম্পানির বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।                                                                                                     
নাগ-পৃষ্টা ৪৮৮
৪.    পারভজ কোম্পানী লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত ৫০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। ২০১৫ সালের ১ মার্চ তারিখে কোম্পানী এর ২,৫০,০০০ শেয়ার ২ টাকা অধিহারসহ আবণ্টনের উদ্দেশ্যে বিবরণীপত্র প্রকাশ করল। ১৫ মার্চ তারিখে সর্বমোট ৩,০০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ২৫ মার্চ তারিখে সর্বমোট ৩,০০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ২৫ মার্চ তারিখে কোম্পাণী ২,৫০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করল এবং অতিরিক্ত আবেদনের ৫০,০০০ শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। ২৮ মার্চ তারিখে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ৫০,০০০ টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ কোম্পানির প্রাথমিক খরচাবলী হিসেবে বিবেচিত হবে।
ক. পারভেজ কোম্পানির শেয়ার ইস্যুকৃত ও পরিশোধকৃত মূলধনের পরিমাণ নির্ণয় কর।                                                                    
খ. কোম্পানীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।                                                                                                         
গ. পারভেজ কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত কর।                                                                                                               
নাগ-৪৯১ পৃষ্টা
৫.   তানিয়া কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি এর ৩,০০,০০০ শেয়ার ১ টাকা অবহারে আবণ্টনের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রকাশ করল। সর্বমোট ৩,৫০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। কোম্পানি ৩,০০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করল। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ৫০,০০০ টাকা চেকে প্রদান করা হয়েছে। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচকে চলতি বছরের মুনাফা জাতীয় খরচ হিসেবে বিবেচনা করতে হবে।
করণীয়: ক. তানিয়া কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত খরচের জন্য জাবেদা দাখিলা দাও। ২
খ. ইস্যু সংক্রান্ত খরচ বাদে অন্যান্য লেনদেনের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. তানিয়া কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪

৮.   প্রবর্তনা কোম্পানি লি: প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি ফ্যাক্টরী স্থাপনের উদ্দেশ্যে রূপায়ন হোল্ডিং লিমিটেড থেকে একটি জমি ক্রয় করে তার বিনিময়ে ২,০০,০০০ শেয়ার ২০% অধিহারে রূপায়ন হোল্ডিং লি. কে ইস্যু করে। চলতি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানি অবশিষ্ট শেয়ার হতে ৫,০০,০০০ শেয়ার ইস্যু করার জন্য বিজ্ঞপ্তি প্রচার করল। শেয়ারের মূল্য এককালীন শেয়ার প্রতি ১২ টাকা করে প্রদেয়। সর্বমোট ৭,০০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পা ৪৮৪ পাওয়া গেল। ৫,০০,০০০ শেয়ার যথারীতি বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করা হলো। অবলেখককে শেয়ার প্রতি ১ টাকা করে কমিশন প্রদান করা হয় এবং শেয়ার প্রতি ০.২৫ টাকা করে ব্যাংক চার্জ কর্তন করা হয়। কোম্পানির ব্যাংক চার্জকে সাংগঠনিক ব্যয় হিসাবে বিবেচনা করে।
ক. জমির ক্রয়মূল্যের পরিমাণ এবং শেয়ার অধিহারের পরিমাণ কত?                                                                                        
খ. কোম্পানির বইতে জাবেদা দাখিলা দাও।                                                                                                                      
গ. কোম্পানির বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।                                                                                                     
পরেশ-৫২৭ পৃষ্টা
৬.   পূর্বাচল কোম্পানি লিমিটেড এর ৩২ ডিসেম্বর, ২০১৭ তারিখে আর্থিক অবস্থার বিবরণী ছিল নিম্নরূপ:
পূর্বাচল কোম্পানি লিমিটেড
২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত
আর্থিক অবস্থার বিবরণী

টাকা
টাকা
সম্পদসমূহ:
     স্থায়ী সম্পদ:
     আসবাবপত্র
অফিস সরঞ্জাম
     চলতি সম্পদ:
     হাতে নগদ ও ব্যাংক জমা
     প্রাপ্য নোট
মোট সম্পত্তি
শেয়ার মূলধন ও দায়সমূহ:
শেয়ার মূলধন
     আদায়কৃত মূলধন (প্রতিটি ১০ টাকা করে)
সঞ্চিতি ও উদ্বৃত্তসমূহ:
     সাধারণ সঞ্চিতি
চলতি দায়:
     প্রদেয় নোট
     বকেয়া খরচসমূহ
মোট শেয়ার মূলধন ও দায়সমূহ


২,০০,০০০
১,০০,০০০

৩,০০,০০০
৫,০০,০০০







১,০০,০০০
৫০,০০০



৮,০০,০০০


৩,০০,০০০
১১,০০,০০০


৮,০০,০০০

১,৫০,০০০


১,৫০,০০০
১১,০০,০০০
কোম্পানি জানুয়ারি ১৫, ২০১৭ তারিখে ৩,০০,০০০ টাকা মূল্যের একটি জমি এবং ২,৫০,০০০ টাকা মূল্যের একটি দালানকোঠার বিনিময়ে ৪০,০০০ শেয়ার বিক্রেতাকে প্রদান করেন। ফেব্রুয়ারি ০১, ২০১৭ তারিখে কোম্পানি আরও ৩০,০০০ শেয়ার প্রতিটি ১৫ টাকা করে ইস্যু করে যা সম্পূর্ণরূপে আদায়কৃত।
করণীয়: ক. কোম্পানির মোট শেয়ার অধিহারের পরিমাণ নিরূপণ কর।                                                                                       
খ. জমি ও দালানকোঠা ক্রয় এবং শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দাও।                                                                                 
গ. ফেব্রুয়ারি মাস শেষে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।                                                                                      
পরেশ ৪৭৮ পৃষ্টা
৭.    মেডিনোভা কোম্পানি লি. ২০১৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে অনুমোদন প্রাপ্ত হয়। কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন নিম্নরূপ:
১. প্রতিটি ১০ টাকা মূল্যের ৭০,০০০ সাধারণ শেয়ার।
২. প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০% অগ্রাধিকার শেয়ার ২০,০০০ টি।
পরিচালনার প্রথম বছরে (২০১৬ সালে) কোম্পানির শেয়ার সংক্রান্ত কতিপয় লেনদেন নিচে প্রদান করা হলো:
২০১৬
জানুয়ারি-০১  : ৪,৫০,০০০ টাকায় ৩০,০০০ সাধারণ শেয়ার ইস্যু করা হলো।
এপ্রিল-১৫     : প্রতিটি ১২০ টাকা মূল্যে ১০,০০০ অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হলো।
জুন ৩০        : প্রতিটি ১৮ টাকা মূল্যে ৫,০০০ সাধারণ শেয়ার ইস্যু করা হলো এবং ইস্যুকরণ খরচ ৯,০০০ টাকা নগদে নির্বাহ করা হলো।
জুলাই-১৮     : ১০,০০০ সাধারণ শেয়ারের বিনিময়ে কোম্পানির ব্যবহারের জন্য একটি জমি ক্রয় করা হলো। জমিটির ন্যায্য বাজারমূল্য ১,৬০,০০০ টাকা।
আগস্ট-০৭    : কোম্পানির ম্যানেজিং এজেন্টকে কোম্পানি গঠন এবং অন্যান্য খরচ বাবদ ৩০,০০০ টাকা বিলের বিপরীতে নগদ ১০,০০০ টাকা এবং ১,০০০ সাধারণ শেয়ার প্রদান করা হলো।
সেপ্টেম্বর-৩০: প্রতিটি ১২৫ টাকা মূল্যের ৫,০০০ অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হলো।
ডিসেম্বর-৩০ : ২,০০,০০০ টাকায় ১০,০০০ সাধারণ শেয়ার ইস্যু করা হলো।
ক. কোম্পানির ম্যানেজিং এজেন্টকে তার প্রদত্ত বিলের জন্য জাবেদা দাখিলা দাও। ২
খ. অন্যান্য লেনদেনের জন্য জাবেদা দাখিলা দাও। ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
৪৮৪ পৃষ্টা
৯.   নিশি লিমিটেড ৫,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত যা প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ১০,০০০ শেয়ার প্রতিটি ২০% অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। জনসাধারণ ১২,০০০ শেয়ারের জন্য আবেদন করে। ১০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হয়। শেয়ার প্রতি ০.৪০ টাকা হারে অবলেখকের কমিশন ও ০.২৫ টাকা হারে ব্যাংক  চার্জ ধার্য করা হয়। কোম্পানি অবলেখকের কমিশন বাদে ব্যাংক চার্জকে পরিশোধিত মূলধন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. সংরক্ষিত মূলধনের পরিমাণ নিরূপণ কর।                                                                                                                   
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।                                                                                                                              
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।                                                                                                                           
পরেশ-৫২৬ পৃষ্টা
১০. সৈকত কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। এই অনুমোদিত শেয়ার থেকে ৫০,০০০ শেয়ার বিলি করা হয় পূর্ণমূল্যে আদায়কৃত ধরে কারখানার জন্য একটি জমিসহ দালান ক্রয়ের পাওনা পরিশোধ করার জন্য। ১০,০০০ শেয়ার উদ্যোক্তাদের মধ্যে তাদের সেবার জন্য পূর্ণমূল্যে আদায়কৃতরূপে বিলি করা হয় এবং বাকি শেয়ারগুলো জনসাধারণের সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়। জনসাধারণের সাড়া আশাব্যঞ্জক না হওয়ায় পরিচারকমণ্ডলী সিদ্ধান্ত গ্রহণ করেন যে, এ সমস্ত শেয়ারগুলো ১০% বাট্টায় বা অবহারে এককালীন মূল্য পরিশোধে ইস্যু করা হবে। ইস্যুকৃত শেয়ারের ৮০% শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল এবং শেয়ারগুলো যথারীতি আবন্টন করা হলো।
ক. কোম্পানির ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার সংখ্যা নিরূপণ কর।                                                                                               
খ. কোম্পানির বইতে জাবেদা দাখিলা দাও।                                                                                                                      
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।                                                                                                                           
পরেশ-৪৭৪ পৃষ্টা

No comments:

Post a Comment