Pages

Loading...

Monday, May 1, 2017

Cash book important sum

হিসাববিজ্ঞান প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায় : নগদান বই

১.    আল-আমিন ব্রাদার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল ৫০০ টাকা। ২০১৬ সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
২০১৬
মে-০১  অগ্রদত্ত টাকার সমতা বিধানের জন্য প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আনা হলো ২৪০ টাকা।
মে-০৫  রিকশা ভাড়া প্রদান করা হলো ২৫ টাকা।
মে-০৯  কুলি ও বহন খরচ প্রদান ৪৫ টাকা।
মে-১৩  কালি ও পেন্সিল ক্রয় ৫৫ টাকা ।
মে-১৭  যাতায়াত খরচ প্রদান ৬০ টাকা।
মে-২২  মাল বহনের খরচ প্রদান ১৭ টাকা।
মে-২৭  বাস ভাড়া প্রদান ২৮ টাকা।
মে-৩০  ভিক্ষা প্রদান ৮ টাকা।
মে-৩১  ঠেলাগাড়ি ভাড়া ২২ টাকা।
করনীয়: ক. মে মাসে মোট মনিহারী খরচের পরিমাণ নির্ণয় কর।                                                                                           
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।                                                                                                             
গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে পোস্টিং দেখাও।                                                                                                                   


২.   আলম সোপ কোম্পানি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ১,৩০০ টাকা। ২০১৭ সালের মার্চ মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল ৮১০ টাকা। এপ্রিল মাসে খুচরা খরচ সম্পর্কীত লেনদেনগুলো নিম্নরূপ:
      এপ্রিল-০১ খুচরা খরচের সমতা বিধানের জন্য প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি।
এপ্রিল-০৮  কাগজ, কলম ক্রয় ৯৩ টাকা।
এপ্রিল-১৪  ডাকটিকিট ক্রয় ৪৫ টাকা
এপ্রিল-১৭  যাতায়াত খরচ ৬০ টাকা
এপ্রিল-২০  ধারে পণ্য ক্রয় ৩০০ টাকা
এপ্রিল-২৩  পিয়নকে বকশিস প্রদান ৩০ টাকা
এপ্রিল-২৫  বিনামূল্যে পণ্য বিতরণ ৯৫ টাকা
এপ্রিল-২৭  পরিচ্ছন্নতা বাবদ প্রদান ২৮ টাকা
এপ্রিল-২৮  ২টি চেয়ার ক্রয়ের জন্য চিন্তা করা হলো ২০০ টাকা
এপ্রিল-২৯  দেয়াল ঘড়ি ক্রয় ১২০ টাকা
এপ্রিল-৩০  ইন্টারনেট, ফ্যাক্স বাবদ প্রদান ৫৪ টাকা
করনীয়: ক. যে লেনদেনগুলো খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা দেখাও।                                                             
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।                                                                                                             
গ. এপ্রিল ২৫ তারিখ থেকে এপ্রিল ৩০ তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।                                                               

৩.   আলপনা লি. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। এই অগ্রদত্ত টাকার পরিমাণ ৮০০ টাকা। ২০১৭ সালের জুলাই মাসে খুচরা খরচের পরিমাণ ছিল ৪১০ টাকা। উক্ত বছরের আগস্ট মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ ছিল:
২০১৭
আগস্ট-০১  অফিস পরিচ্ছন্ন খরচ প্রদান ৫৫ টাকা
আগস্ট-০৮  একজন নতুন খরিদ্দারকে আপ্যায়ন করা হল ৫০ টাকা
আগস্ট-১৫  মনিহারী দ্রব্য ক্রয় ২৫ টাকা
আগস্ট-১৮ দারোয়ানকে বকশিস প্রদান ৩৭ টাকা
আগস্ট-২০  কুলি খরচ প্রদান ২২ টাকা
আগস্ট-২২  দান করা হলো ৬০ টাকা
আগস্ট-২৫  চা-নাস্তার বিল প্রদান ১৮ টাকা
আগস্ট-২৭  কোকাকোলা এবং বিস্কুট ক্রয় ৬৫ টাকা
আগস্ট-২৯  কার্বন, পিন, সূতলী ক্রয় ৪০ টাকা
আগস্ট-৩০  টেলিফোন খরচ ৭০ টাকা
করণীয়: ক. আগস্ট মাসে বিবিধ খরচের পরিমাণ কত?                                                                                                      
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।                                                                                                             
গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে পোস্টিং দেখাও।                                                                                                                   



৪.    ২০১৭ সালের নভেম্বর মাসে মেরী এন্ড সন্স এর নিম্নলিখিত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে:
নভেম্বর-০১  খুচরা নগদ তহবিল ৫০ টাকা
               প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি  ৪৫০ টাকা
নভেম্বর-০৩  রিক্সা ভাড়া  ২০ টাকা
নভেম্বর-০৬  মনিহারী দ্রব্যাদি ক্রয়  ১০০ টাকা
নভেম্বর-০৭  প্যাকিং দ্রব্যাদি ক্রয় ১৫ টাকা
নভেম্বর-১০  টেলিগ্রাম বাবদ প্রদত্ত হলো  ১৭ টাকা
নভেম্বর-১৫  আপ্যায়ন খরচ ২৫ টাকা
নভেম্বর-২০  বাসভাড়া প্রদান ১০ টাকা
নভেম্বর-২৫  কর্মচারীদের বকশিস ২০ টাকা
নভেম্বর-২৭  যাতায়াত ১২ টাকা
নভেম্বর-২৯  ডাকটিকিট ক্রয় ১৮ টাকা
নভেম্বর-৩০  কাগজ ক্রয় ২৪ টাকা
ক. অগ্রদত্ত টাকার মোট পরিমাণ কত?                                                                                                                           
খ. নভেম্বর ২৭ তারিখের লেনদেন দিয়ে একটি ডেবিট ভাউচার প্রস্তুত কর।                                                                                    
গ. উপরিউক্ত লেনদেনগুলো দিয়ে একটি খুচরা নগদান বই প্রস্তুত কর।                                                                                         

৫.   রহিম ট্রেডিং কোম্পানি এর একটি স্বতন্ত্র খুচরা নগদান বিভাগ আছে। এই বিভাগ  প্রত্যেক সপ্তাহে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই সংরক্ষণ করে থাকে। নিম্নলিখিত তথ্যাবলী ২০১৭ সালের ডিসেম্বর মাসে সংঘটিত হয়:
ডিসেম্বর-০১  প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ প্রাপ্তি ৩০০ টাকা
ডিসেম্বর-০২  আসবাবপত্র মেরামত ১৫ টাকা এবং টেলিফোন বিল প্রদান ২০ টাকা
ডিসেম্বর-০৩  পেন্সিল কাটার ক্রয় ৬ টাকা
ডিসেম্বর-০৪  কার্বন ক্রয় ২০ টাকা এবং অফিসের টাইপরাইটার মেরামত বাবদ ব্যয় ১৮ টাকা
ডিসেম্বর-০৫  বৈদ্যুতিক বাল্ব ক্রয় ১৩ টাকা এবং তার খরচ ৯ টাকা
ডিসেম্বর-০৭  রিক্সা ভাড়া প্রদান ২১ টাকা
ক. নভেম্বর ১ ও ২ তারিখের লেনদেন সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।                                                                                       
খ. উপরিউক্ত তথ্যাবলি অনুসরণ করে অগ্রদত্ত নিয়মে যথোপযুক্ত কক্ষ সম্বলিত একটি খুচরা নগদান বই তৈরি কর।                                      
গ. খুচরা নগদান বইতে লিপিবদ্ধ হিসাবগুলো খতিয়ানে স্থানান্তর দেখাও।                                                                                       

৬.   ইশরাক এন্ড কোং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে, এ অগ্রদত্ত টাকার পরিমাণ ৫০০ টাকা। ২০১৭ সালের জুন মাসের মোট খুচরা খরচের পরিমাণ ৩৬০ টাকা। জুলাই মাসে প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত খুচরা খরচ সম্পর্কীত লেনদেনগুলি নিম্নে দেওয়া হলো:
জুলাই-০৩  রিক্সা ভাড়া ২০ টাকা
জুলাই-০৮  কার্বন ক্রয় ৫৫ টাকা
জুলাই-১০  বহন খরচ ১০ টাকা
জুলাই-১৩  টেলিগ্রাম ২৬ টাকা
জুলাই-১৮  বাস ভাড়া ৫ টাকা
জুলাই-২০  কালি ক্রয় ৬ টাকা
জুলাই-২২  কাগজ ক্রয় ৩৬ টাকা
জুলাই-২৫  পিয়নকে বকশিস দেয়া হল ১৬ টাকা
জুলাই-২৭  মনিহারী ক্রয় করা হলো ৩৭ টাকা
জুলাই-৩০  ডাকটিকিট ক্রয় করা হলো ৬০ টাকা
ক. ২০১৭ সালের ১ জুলাই তারিখে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।                                                                     
খ. জুলাই ৩ থেকে ১৩ তারিখ পর্যন্ত লেনদেনের সাধারণ জাবেদা তৈরি কর।                                                                                  
গ. উপরিউক্ত তথ্যাবলি অবলম্বনে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তৈরি কর।                                                                               

৭.    মেসার্স তামিম ট্রেডার্সের নিম্নের লেনদেনগুলো ২০১৭ সালের এপ্রিল মাসে সংঘটিত হয়েছে:
এপ্রিল-০১  হাতে নগদ ৪০,০০০ টাকা ও ব্যাংক জমা ২৫,০০০ টাকা।
এপ্রিল-০৫  বিক্রয় ৪০,০০০ টাকা যার ৫০% নগদে।
এপ্রিল-১০  ব্যাংক হতে অফিসের প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা উত্তোলন।
এপ্রিল-১২  কাগজ ও কালি ক্রয় ১০০ টাকা
এপ্রিল-১৭   অতিরিক্ত মূলধন আনা হলো ২০,০০০ টাকা
এপ্রিল-১৮   ব্যাংকে জমা দেয়া হল ১৫,০০০ টাকা
এপ্রিল-২০  টেলিফোন বিল পরিশোধ ২০০ টাকা
এপ্রিল-২২  বাস ভাড়া প্রদান ৫০ টাকা
এপ্রিল-২৫  সাব্বিরের নিকট থেকে ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল।
এপ্রিল-২৮  আপ্যায়ন খরচ প্রদান ১০০ টাকা
এপ্রিল-৩০ নগদে আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা।
ক. বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় কর।                                                                                                                       
খ. ৫, ১৭, ২৫ ও ৩০ তারিখের লেনদেনগুলি নিয়ে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর।                                                                            
গ. ১,১০, ১৭, ১৮, ২৫, ২৮ ও ৩০ তারিখের লেনদেনগুলি দিয়ে একটি উপর্যুক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্তুত কর।                                         

৮.   রাতুল এন্ড কোং এর নিম্নলিখিত লেনদেনগুলো ২০১৭ সালের জুলাই মাসে সংঘটিত হয়েছে:
জুলাই-০১  নগদ তহবিল ১৮,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ১০,০০০ টাকা।
জুলাই-০৩  সাত্তারের নিকট থেকে ১০% বাট্টায় প্রাপ্তি ৯,০০০ টাকা
জুলাই-০৪  প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তের / অংশ পরিশোধ করা হল।
জুলাই-০৮  ৫% বাট্টায় নগদে বিক্রয় ৮,০০০ টাকা
জুলাই-১৫  মাসুদের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকার বিল ৫% হারে বাট্টা করে ব্যাংকে জমা রাখা হল।
জুলাই-২০  নগদে ১,০০০ টাকা এবং ৩,০০০ টাকার চেক ব্যাংকে জমা দেয়া হলো
জুলাই-২৪  মাসুদের নিকট থেকে প্রাপ্ত বিলখানি প্রত্যাখ্যাত হলো
জুলাই-৩১  সমাপনী হাতে নগদ ৯,৫০০ টাকা রাখার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক হতে উত্তোলন কর অথবা ব্যাংকে জমা দাও।
ক. জুলাই মাসে প্রদত্ত মোট নগদ বাট্টার পরিমাণ নিরূপণ কর।                                                                                               
খ. ৮ তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার  তৈরি কর।                                                                                     
গ. রাতুল এন্ড কোং এর একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।                                                                                              

৯.   রাজা এন্ড সন্স এর ২০১৭ সালের ১ জুন তারিখে নগদ ১২,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৯,০০০ টাকা ছিল। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জুন-০২  প্রারম্ভিক নগদ তহবিলের অর্ধেক ব্যাংকে জমা দেয়া হল।
জুন-০৩  ব্যবসায়ে মালিক ১,০০০ টাকা নতুন পুঁজি বিনিয়োগ করল।
জুন-০৫  ৫% নগদ বাট্টায় ৪,০০০ টাকার পাওনাদার জামালকে ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হল।
জুন-০৬  পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা ৩০০ টাকা হালিমের নিকট থেকে পাওয়া গেল।
জুন-০৭  মূলধন অপ্রতুলতার জন্য মালিক ৫,০০০ টাকার সঞ্চয়পত্র ভেঙ্গে ৪,০০০ টাকা প্রদান করল এবং ঐদিনই ব্যাংকে জমা দিলেন।
জুন-১৫  ভাড়া বাবদ ব্যবসায়ের ব্যাংক থেকে ৪,৫০০ টাকা প্রদান করা হল যার মধ্যে মালিকের ব্যক্তিগত ভাড়া ১,৫০০ টাকা।
জুন-২৪  ২,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৫% বাট্টায় ব্যাংকে ভাঙ্গানো হয়েছিল। মেয়াদ পূর্তিতে ব্যাংক হতে অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে।
জুন-৩০  নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দেয়া হল।
ক. মালিক কর্তৃক আনীত অতিরিক্ত মূলধনের  পরিমাণ নিরূপণ কর।                                                                                      
খ. কাল্পনিক তথ্য দিয়ে একটি ক্যাশমেমো প্রস্তুত কর।                                                                                                       
      গ. উপরিউক্ত তথ্য দিয়ে একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।                                                                                             

১০. মেসার্স তিন্নী এন্ড কোং এর নিম্নলিখিত লেনদেনগুলো ২০১৭ সালের মে মাসে সংঘটিত হয়েছে:
মে-০১  নগদ তহবিল ১,৫০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২৫,০০০ টাকা
মে-০৩  নগদ মাল ক্রয় ২,৫০০ টাকা, চেক মারফত মাল ক্রয় ১,০০০ টাকা এবং নগদ বিক্রয় ৩,৫০০ টাকা
মে-০৫  অফিসের জন্য ৭,৫০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হল।
মে-১০  মেসার্স শফি এন্ড সন্স এর নিকট  হতে তাদের ৩,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি শর্তে নগদ ১,৯৫০ টাকা এবং ১,০০০ টাকার একটি চেক পাওয়া গেল। এ চেকটি পাওয়ার পর ঐদিনই ব্যাংকে জমা দেয়া হল।
মে-১৮  মেসার্স মুন্না এন্ড সন্সকে তাদের ২,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তির শর্তে নগদ ১,৪৬০ টাকা এবং ৫০০ টাকার একখানি চেক প্রদত্ত হল।
মে-২৭  ব্যাংকে ৩,৫০০ টাকা জমা দেয়া হল।
মে-৩০  সুজনের নিকট হতে ৫,০০০ টাকার মাল ৫% কারবারি বাট্টায় ক্রয় করা হল।
মে-৩১  সুজনের পাওনা ১০% বাট্টায় চেকের মাধ্যমে নিষ্পত্তি করা হল।
ক. জানুয়ারি মাসে মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ নির্ণয় কর।                                                                           
খ. ৩ তারিখের নগদ বিক্রয় অবলম্বনে ক্যাশমেমো প্রস্তুত কর।                                                                                              
গ. উপরিউক্ত লেনদেনগুলো অবলম্বনে একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।      

8 comments:

  1. এন্সার কই ভাই ?

    ReplyDelete
  2. ঘড়ি ক্রয় খুচরা নগদানে আসে?

    ReplyDelete
  3. প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি ।এর জাবেদা কী?

    ReplyDelete