Pages

Loading...

Monday, May 1, 2017

Share Issue



হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
৪র্থ অধ্যায়: শেয়ার ইস্যু
গুরুত্বপূর্ণ অংক:
১.    মেঘনা লি. এর অনুমোদিত মূলধন ৫০,০০,০০০ টাকা যা ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ অগ্রাধিকার শেয়ারে বিভক্ত বিভিন্ন তারিখে কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত বিবরণসমূহ নিম্নরূপ:
২০১৭
মার্চ-০১  যমুনা কোম্পানির নিকট ২ টাকা অধিহারে ১,০০,০০০ সাধারণ শেয়ার বিক্রয়।
মার্চ-১০  পদ্মা  কোম্পানির নিকট সমহারে ৫০,০০০ অগ্রাধিকার শেয়ার বিক্রয়।
মার্চ-৩০  তিস্তা বিল্ডার্সের নিকট থেকে অফিস ভবন ক্রয়ের জন্য ৫০,০০০ সাধারণ শেয়ার ২ টাকা অধিহারে বিলি করা হলো।
করণীয়: ক. মার্চ ৩০ তারিখের লেনদেনের জন্য জাবেদা দাখিলা দাও। ২
খ. মার্চ-০১ ও মার্চ-১০ তারিখের লেনদেনের জন্য জাবেদা দাখিলা দাও। ৪
গ. ৩১ মার্চ তারিখে মেঘনা লি. এর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪
নাগ-৪৮৫ পৃষ্টা

Cash book important sum

হিসাববিজ্ঞান প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায় : নগদান বই

১.    আল-আমিন ব্রাদার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল ৫০০ টাকা। ২০১৬ সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
২০১৬
মে-০১  অগ্রদত্ত টাকার সমতা বিধানের জন্য প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আনা হলো ২৪০ টাকা।
মে-০৫  রিকশা ভাড়া প্রদান করা হলো ২৫ টাকা।
মে-০৯  কুলি ও বহন খরচ প্রদান ৪৫ টাকা।
মে-১৩  কালি ও পেন্সিল ক্রয় ৫৫ টাকা ।
মে-১৭  যাতায়াত খরচ প্রদান ৬০ টাকা।
মে-২২  মাল বহনের খরচ প্রদান ১৭ টাকা।
মে-২৭  বাস ভাড়া প্রদান ২৮ টাকা।
মে-৩০  ভিক্ষা প্রদান ৮ টাকা।
মে-৩১  ঠেলাগাড়ি ভাড়া ২২ টাকা।
করনীয়: ক. মে মাসে মোট মনিহারী খরচের পরিমাণ নির্ণয় কর।                                                                                           
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।                                                                                                             
গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে পোস্টিং দেখাও।